শ্রীনগরে পরিত্যক্ত জমি থেকে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
শ্রীনগরে পরিত্যক্ত জমি থেকে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার
শ্রীনগরে পরিত্যক্ত জমি থেকে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক তাপস কর্মকার বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক দেড়টার দিকে র‌্যাব-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি বিশেষ দল বালাশুর গ্রামের একটি ফ্যান ফ্যাক্টরির পার্শ্ববর্তী পরিত্যক্ত জমিতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, তিন বোতল ফেনসিডিল ও সাতটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।