নওগাঁর পোরশায় সকালে নিখোঁজ শিশু সুমাইয়া খাতুন (৯) লাশ দুপুরে উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, শিশুটিকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ছাওড় ইউনিয়নের কুশারপাড়া (চককিত্তলি) গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সুমাইয়া ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে কুশারপাড়া মাদরাসা (মক্তব) থেকে পড়ালেখা শেষে সাড়ে ৮টার দিকে শিশুটি বাড়িতে ফেরে। বাড়িতে বই রেখে খাওয়া-দাওয়া না করেই স্থানীয় বাচ্চাদের সাথে খেলতে যায়। এসময় তার মা ও খালা তাকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে হিরাডাংগা গ্রামের অনিলের স্ত্রী সেফালী কুশারপাড়া গ্রামের ওই আমবাগানে ঘাঁশ কাটতে গিয়ে শিশুটির লাশ দেখতে পায়। তাৎক্ষনিক তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি থানায় জানান।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ধর্ষণের পরে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, লাশ ঘটনাস্থলে আছে এবং পিবিআই সদস্যরা এলে লাশ থানা নেয়া হবে।
ওসি আরো জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।