হামলার শঙ্কায় আসিফ মাহমুদের বাড়ি পাহারায় বিএনপি নেতারা

পরে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা সতর্ক থাকবেন শর্তে পাহারা দেয়া উঠিয়ে নেন তারা।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
মুরাদনগরে আসিফ মাহমুদের বাড়ি পাহারায় বিএনপি নেতারা
মুরাদনগরে আসিফ মাহমুদের বাড়ি পাহারায় বিএনপি নেতারা |নয়া দিগন্ত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গ্রামের বাড়িতে পাহারা দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি, আসিফের বাড়িতে যাতে কোনো হামলার ঘটনা না ঘটে, সে কারণেই তারা সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন।

গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত তারা সেখানে পাহারায় ছিলেন। পরে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা সতর্ক থাকবেন শর্তে পাহারা দেয়া উঠিয়ে নেন তারা।

আজ বৃহস্পতিবার সরিজমিনে দেখা যায়, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে অবস্থান করছেন বিএনপি নেতারা।

পাহারায় থাকা বিএনপি নেতাকর্মীরা বলেন, ‘বিতর্কিত কর্মকাণ্ড, ভিন্ন মতাদর্শীদের মামলা-হামলা ও হয়রানিসহ নানান সংঘটিত অপরাধে যুক্ত থাকার অভিযোগে আসিফ মাহমুদ সজিবের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলার শঙ্কা সৃষ্টি হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবের ক্ষমতার প্রভাবে তার বাবা ও আত্মীয়-স্বজনদের মাধ্যমে মুরাদনগরের সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা নানাভাবে হয়রানির শিকার হয়। এছাড়াও আসিফ মাহমুদ ও তার লোকজন মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে জেলে পাঠিয়েছেন। এ কারণে তার প্রতি ক্ষোভ সৃষ্টি হয়েছে। পাশাপাশি, আওয়ামী লীগ ও এনসিপি পরিকল্পিতভাবে আসিফের বাড়িতে হামলা করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে এমন আশঙ্কা রয়েছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফীন নেতাকর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, ‘কোনো দুষ্কৃতিকারী যাতে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং আমাদের সামাজিক পরিবেশ বা মানুষের শান্তি নষ্ট করতে না পারে। প্রয়োজনে পুলিশের সহায়তা নিন এবং এই বিষয়গুলো জরুরি ভিত্তিতে তদারকি করুন।’

মুরাদনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, ‘আসিফের বিতর্কিত কর্মকাণ্ডের শেষ নেই এবং মুরাদনগরের মানুষ তার প্রতি ক্ষুব্ধ। আসিফের বাড়িতে কেউ যেন হামলা করে সামাজিক শান্তি নষ্ট করতে না পারে, এজন্য আমি তার বাড়ি পাহারা দিচ্ছি। এছাড়াও আওয়ামী লীগ ও এনসিপি পরিকল্পিতভাবে আসিফের বাড়িতে হামলা করে বিএনপির ওপর দোষ চাপাতে পারে এমন আশঙ্কা রয়েছে। এজন্য আমার পাহারা দিয়েছি। এখন স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী বিষয়টি দেখছেন।’