গাজীপুরে কিশোর গ্যাং লিডার এরফান গ্রেফতার

তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী, মারামারি, অপহরণ, চুরি, ডাকাতির অভিযোগসহ পাঁচটি মামলা রয়েছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
কিশোর গ্যাং লিডার এরফান
কিশোর গ্যাং লিডার এরফান |নয়া দিগন্ত

গাজীপুর ও সাভার এলাকার কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশের প্রধান সহযোগী কিশোর গ্যাং সদস্য এরফানকে (৩১) ঢাকার সাভারের ইমান্দিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৪ -এর সদস্যরা।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ। এদিন সন্ধ্যায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এরফান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর (বিশ্বাসপাড়া) এলাকার কাঞ্চনের ছেলে।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, গেল বছরের ফেব্রুয়ারিতে ব্যবসায়ী তানভীর আহম্মেদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে কিশোর গ্যাং লিডার এরফান। চাঁদা না দেয়ায় ওই সময়ে রাত সাড়ে ১১টার দিকে তার সহযোগী পিচ্চি আকাশ তাদের ৪০ থেকে ৪৫ সহযোগীকে নিয়ে কালিয়াকৈর থানাধীন চান্দুরা পল্লী বিদ্যুৎ সাত্তার গেইট এলাকায় ব্যবসায়ীর মালিকানাধীন মার্কেটের সামনে ওই ব্যবসায়ীকে চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা, দা দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় ভূক্তভোগীর মার্কেটের ম্যানাজার মাহফুজ এবং রাজু এগিয়ে আসলে তাদেরকেও হামলা করে আহত করে তারা। এসব ঘটনায় ব্যবসায়ী তানভীর আহম্মেদের স্ত্রী আফরোজা বেগম কালিয়াকৈর থানায় চাঁদাবাজিসহ হত্যা চেষ্টার মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ ও র‌্যাব-৪ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত হয়ে যৌথভাবে আভিযান চালিয়ে সাভারের ইমান্দিরপুর এলাকা থেকে এরফানকে গ্রেফতার করে।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিব হাসান জানান, গ্রেফতার কিশোর গ্যাং সদস্য এরফান কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশের ডান হাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজী, মারামারি, অপহরণ, চুরি, ডাকাতির অভিযোগসহ চারটি গ্রেফতারী পরোয়ানা এবং পাঁচটি মামলা রয়েছে।