টাঙ্গাইলের মধুপুরে মাইক্রোবাসের চাপায় লাইলী বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) বিকেলে উপজেলার নেকীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত লাইলী ধনবাড়ী উপজেলার ধোপাখালি ইউনিয়নের জমশেদপুর এলাকার মরহুম আবু সাঈদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাইলী মধুপুর থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক মো: শামীম গুরুতর আহত হন। স্থানীয়রা আহত শামীমকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি রাসেল আহমেদ জানান, ঘাতক মাইক্রোবাসের চালক ও মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে লাইলীর লাশ থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।



