জামালপুর-৩ আসন

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত মনোনীত মাওলানা মুজিবুর রহমান আজাদী

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Melandaha
জামালপুর-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত মনোনীত মাওলানা মুজিবুর রহমান
জামালপুর-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত মনোনীত মাওলানা মুজিবুর রহমান |নয়া দিগন্ত

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত দেয়।

জানা গেছে, গত ৫ জানুয়ারি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন মাওলানা মুজিবুর রহমান আজাদী। এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মাওলানা মুজিবুর রহমান আজাদী বলেন, ‘মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় অনাকাঙ্ক্ষিত স্বাক্ষর জটিলতার কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ সেই আপিল মঞ্জুর হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’