খুলনায় ইজিবাইককে ট্রাকের ধাক্কা : নিহত ২, আহত ৪

গ্যাসবোঝাই খুলনাগামী ট্রাকটি হোগলাডাঙ্গা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়।

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

Location :

Dumuria
প্রতীকী ছবি

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড় নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কা দেয়ায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গ্যাসবোঝাই খুলনাগামী ট্রাকটি হোগলাডাঙ্গা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান রায়হান (১৬)। গুরুতর আহতাবস্থায় ইজিবাইকের যাত্রী টিটু (২৬), চালক কবির হোসেন (৪৭), হাসিব (২৩) এবং নগেন্দ্রনাথ সরকার (৭৫) ও জুয়েল বাবু (৪০) নামে পাঁচজনকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় জুয়েল বাবু মারা যান।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত চারজন হাসপাতালে আছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।