ময়মনসিংহে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর

এ সময় আশার ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তারা উপ‌স্থিত ছিলেন।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
কম্বল হস্তান্তর।
কম্বল হস্তান্তর। |নয়া দিগন্ত

ময়মনসিংহে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারি প্রতিষ্ঠান আশা -এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ৪৫০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মো: সাইফুর রহমা‌নের হাতে এসব কম্বল হস্তান্তর করেন আশার বিভাগীয় সি‌নিয়র অ্যাডিশনাল ডি‌ভিশনাল ব্যবস্থাপক মো: আবু তা‌হের চৌধরী।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন আশার ময়মনসিংহ ডি‌ষ্ট্রিক ম‌্যা‌নেজার মো: মোস্তা‌ফিজুর রহমান, রিজিওনাল ম্যানেজার মো: আবদুল মান্নান, আকুয়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: মেহেরাজ উল্লাহ সৌরভ, এস ই মো: ফারুক হোসেন, ময়মনসিংহ সদর-১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাহিদ আরা বেগম, ময়মনসিংহ সদর-২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার শহীদুল হক এবং সিনিয়র ম্যানেজার মো: মাহমুদুর রহমান খান প্রমুখ।

Topics