টাংগুয়ার হাওরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় আটক ৮, মুচলেকায় মুক্তি

টাংগুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
হাওরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় আটক জেলেরা
হাওরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় আটক জেলেরা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের টাংগুয়ার হাওর এলাকায় নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে আটজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান মানিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে আনসার সদস্যদের সাথে নিয়ে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালানো হয়। অভিযানে সাতজনকে আটক এবং তিন হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বয়স বিবেচনায় একজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় মুক্তি দেয়া হয়। অভিযানে উদ্ধার তিন হাজার মিটার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান মানিক বলেন, ‘টাংগুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না। কঠোর নজরদারির মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।’