দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা

বার্ষিক মাহফিলে পাগড়ি পেলেন ৩ হাজার নবীন আলেম

জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক সমাবর্তন মাহফিলে বৃহস্পতিবার বাদ এশা প্রথম দিনের প্রথম সেশনে দুই হাজার নবীন আলেমকে পাগড়ি পরিয়ে দস্তারে ফজিলত প্রদান করা হয়।

আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)

Location :

Chattogram
দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম
দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম |নয়া দিগন্ত

বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক সমাবর্তন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ এশা প্রথম দিনের প্রথম সেশনে ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষে ফারেগ হওয়া তিন হাজার নবীন আলেমের মধ্যে প্রায় দুই হাজার জনকে পাগড়ি পরিয়ে দস্তারে ফজিলত প্রদান করা হয়।

ওই দস্তার প্রদান করেন জামিয়ার মহাপরিচালক হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.), শিক্ষাসচিব ও মুহাদ্দিস হযরত মুফতি কিফায়াতুল্লাহ (দা.বা.), মুহাদ্দিস হযরত মুফতি জসিমুদ্দীন (দা.বা.), হযরত মাওলানা মুহাম্মদ ওমর কাসেমী (দা.বা.), হযরত মাওলানা কবীর আহমদ (দা.বা.), হযরত মাওলানা আহমদ দীদার কাসেমী (দা.বা.), হযরত মাওলানা আশরাফ আলী নিজামপুরী (দা.বা.), হযরত মাওলানা মাহবুবুল আলম (দা.বা.) ও হযরত মাওলানা ড. নূরুল আবছার আযহারী (দা.বা.)।

দস্তার প্রদান সমাবর্তনের এ আয়োজনকে ঘিরে হাটহাজারী মাদরাসা ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সারাদেশ থেকে আগত ছাত্র-অভিভাবক ও ধর্মপ্রাণ মানুষের সমাগমে মিলনমেলায় পরিণত হয়েছে মাদরাসা প্রাঙ্গণ।

শুক্রবার (২১ নভেম্বর) জুমাবার মাহফিল শেষে বাদ এশা দ্বিতীয় সেশনে অবশিষ্ট ফারেগীনদের পাগড়ি প্রদানের মাধ্যমে এ বছরের বার্ষিক সমাবর্তন সম্পন্ন হবে বলে আয়োজকরা জানিয়েছেন।