ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, ভাঙ্গুড়ার বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ তার কর্মী-সমর্থকরা।
মনোনয়নপত্র সংগ্রহের পর আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সাধারণ মানুষ ও তৃণমূল বিএনপির কর্মীরা তাকে নির্বাচনে চাইছেন। তাদের ভালোবাসা ও দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
অন্যদিকে, একইদিন বিকেলে গণফোরাম মনোনীত প্রার্থী সরদার আশা পারভেজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।



