আ’লীগের কর্মসূচি ঘিরে গোবিপ্রবিতে পরীক্ষা ও বাস চলাচল বন্ধ

সভায় সর্বসম্মতিক্রমে রোববার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে বিশ্ববিদ্যালয় যথারীতি খোলা থাকবে। ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট সভাপতি ও ডিন মহোদয়রা সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Location :

Gopalganj

গোবিপ্রবি প্রতিনিধি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ রোববার ও আগামীকাল সোমবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সকল পরীক্ষা এবং বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টার দপ্তর, প্রক্টোরিয়াল দপ্তর, বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা, পরিবহন প্রশাসক ও শিক্ষার্থীদের মধ্যে শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টায় অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে রোববার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে বিশ্ববিদ্যালয় যথারীতি খোলা থাকবে। ক্লাসের বিষয়ে সংশ্লিষ্ট সভাপতি ও ডিন মহোদয়রা সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রয়োজনে অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস নেয়া যেতে পারে। রোববার ও সোমবারের পরীক্ষাসমূহ শুক্র ও শনিবার নেয়া যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রোববার পরিবহন সেবা বন্ধ থাকবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।