সিলেট ও হবিগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এবং হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) এ সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো: নাজমুল হক ও হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো: তানজিলুর রহমান।
৪৮ বিজিবি সূত্র জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা- সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি-এর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস ফেসওয়াস, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়িসহ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ নৌকা আটক করা হয়। জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।
এদিকে ৫৫ বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৪ লাখ ১ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় জিরা, কসমেটিকস এবং ওষধ জব্দ করা হয়েছে। রোববার সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় সন্দেহভাজন একটি ট্রাককে থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। যার মূল্য ৩৫ লাখ ৫৫ হাজার টাকা।
এর আগে শনিবার বিকালে বিজিবির আরেকটি দল সাতছড়ি-চুনারুঘাট সড়কে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, বিভিন্ন ধরণের ওষুধ জব্দ করে। এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে ৩৮ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা।
এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, ‘বিজিবি দেশের সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।’
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। বিধি মোতাবেক জব্দকৃত মালামালগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।’



