মোশারফ হোসেন মাসুদ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে দেশের জনগণের মতামত প্রয়োজন

ড. মোশারফ হোসেন মাসুদ বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে আলাদা গণভোট প্রয়োজন; একই দিনে ভোট হলে নির্বাচনব্যবস্থা বিঘ্নিত হয়ে জনগণের আশা পূরণ নাও হতে পারে।

মো: বোরহান উদ্দিন রব্বানী, শরীয়তপুর

Location :

Shariatpur

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশারফ হোসেন মাসুদ বলেছেন, ‘জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে দেশের জনগণের মতামত নেয়া প্রয়োজন।’

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শরীয়তপুর পৌর জামায়াতের আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে পালং উত্তর বাজারে পথসভায় এ কথা বলেন তিনি।

ড. মোশারফ হোসেন মাসুদ বলেন, ‘জামায়াতে ইসলামীসহ অনেক রাজনৈতিক দলের দাবি ছিল জনগণের মতামত নিয়ে জুলাই সনদ কার্যকর করতে হবে। কিন্তু আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে লক্ষ্য করেছি, জাতীয় নির্বাচনের সাথে একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট অনুষ্ঠিত হবে। আমরা মনে করি, একই সাথে দু’টি নির্বাচন হলে নির্বাচন ব্যবস্থা বিঘ্নিত হবে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না।’

তিনি বলেন, ‘জনগণের আশা ছিল জুলাই সনদের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন আসবে। তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি করা হয়েছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে দেশের জনগণের মতামত নেয়া প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রের সকল ক্ষমতা জনগণের হাতে অর্পণ করা হয়েছে। তাই জনগণ সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কেমন হবে। নির্বাচন, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দাবি করছি।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা শাখার আমির মাওলানা অধ্যক্ষ আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসাইন।

এর আগে, জামায়াত নেতাকর্মীরা শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।