ফটিকছড়িতে প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময়

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘অতীতের নির্বাচনগুলোতে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এবার সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Fatikchhari
ফটিকছড়িতে প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
ফটিকছড়িতে প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা |নয়া দিগন্ত

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘অতীতের নির্বাচনগুলোতে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এবার সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধ ও জুলাই বিপ্লবে যারা অকাতরে প্রাণ দিয়েছেন এবং রক্তে রঞ্জিত হয়েছেন, তাদের সেই রক্তের ঋণ শোধ করার সময় এসেছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পাদনের মাধ্যমে আমরা শহীদ ও আহতদের রক্তের ঋণ শোধ করতে পারি।’

তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন ও গণভোটে নিজ নিজ ক্ষেত্রে নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করে আপনাদের হারানো ইমেজ ফিরিয়ে আনতে হবে।’

কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, ‘সীমাবদ্ধতার কাছে আপনাদের দেশপ্রেম যাতে পরাজিত না হয়, সেদিকে খেয়াল রাখবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আইনের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন, এ নির্বাচনে সেটি প্রমাণ করার সুযোগ এসেছে। আমরা রাষ্ট্রের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছি, এবার রাষ্ট্রকে কিছু দেয়ার সময় এসেছে। আপনাদের পছন্দের রাজনৈতিক দল বা মত থাকতে পারে, কিন্তু তা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনোভাবেই প্রকাশ করা যাবে না।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক সাদ বিন সাঈদ, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল ও জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।