সুনামগঞ্জের তাহিরপুরে আঙ্গারুলী হাওরের ফসলকে পাহাড়ি ঢল, বৃষ্টির ডুবরা পানি থেকে রক্ষা ও ফসল ঘরে তুলার রাস্তা হিসেবে কম্পার্টমেন্টাল বাঁধটি মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন গ্রামের কৃষকরা অংশগ্রহণ করেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বালিজুড়ী ইউনিয়ন আঙ্গারুলী হাওরে আঙ্গারুলী হাওরের কৃষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মোশাররফ তালুকদার, আজিজুর রহমান, নুরজ্জামান তালুকদার, হুমায়ুন রশিদ, মাহমুদ আলী, স্থানীয় মেম্বার খলিলুর রহমান, আব্দুল কাইয়ুম, সাইকুল, ইসলাম উদ্দিন, সিরাজ, কামরুল, আশরাফ নুর ও মারুফ প্রমুখ অংশগ্রহণ করেন।
কৃষকরা বলেন, এক ফসলি বোরো ধানের উপর নির্ভরশীল হাজার হাজার কৃষক প্রতি বছরই বাঁধটি না হওয়ার কারণে কষ্টে ফলানো ফসল ঘরে তুলতে পারে না। আগাম পাহাড়ি ঢলে ফসলহানির ঘটে। দীর্ঘদিন ধরে বার বার প্রশাসনের কাছে দাবি জানালেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বছরও বাঁধটি না হলে ৮০০-৯০০ কিয়ার (৩০ শতাংশে এক কিয়ায়) বোরো জমির ফসলহানির আশঙ্কা করছেন। তার জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষ এ বাঁধটি নির্মাণের জন্য দাবি জানান। এছাড়া বাঁধটি নির্মাণের দাবি জানিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদনও করা হয়েছে।



