টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের শিল্পকলা অ্যাকাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলনের আয়োজন করে।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান প্রমুখ।
শেষে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
নিহতদের পরিবার ও আহতরা বলেন, ‘সরকারকে জুলাই গণঅভ্যুত্থানে আহত সকলের সুচিকিৎসাসহ শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে।’ একই সাথে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা।