গফরগাঁওয়ে জনসমাবেশে আল ফাতাহ খান

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবর রচনা হবে

‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে মানবতাবিরোধী অপরাধে বিচারের ক্ষেত্রে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এ রায়ে শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত হয়েছে। দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবর রচনা হবে।’

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে জনসমাবেশে আল ফাতাহ খান
গফরগাঁওয়ে জনসমাবেশে আল ফাতাহ খান |নয়া দিগন্ত

ময়মনসিংহ-১০ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমানে সদস্য কারানির্যাতিত নেতা অ্যাডভোকেট আল ফাতাহ খান বলেছেন, ‘শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে মানবতাবিরোধী অপরাধে বিচারের ক্ষেত্রে এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। এ রায়ে শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত হয়েছে। দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে ফ্যাসিবাদের কবর রচনা হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে তারেক রহমানের বিকল্প নেই। নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশ ও জনগণের শত্রু। এসব করে নির্বাচন বিলম্বিত বা ঠেকানো যাবে না।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে গফরগাঁও পৌরশহরে জামতলা মোড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘গফরগাঁও-পাগলা এলাকায় কোনো ধরনের চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও জুয়ারী ঠাঁই হবে না।’

এসময় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আল ফাতাহ খান আরো বলেন, ‘বিগত সময়ে দলের দুর্দিনে আমি নির্যাতিত নেতাকর্মীদের সাথে নিয়ে ঐকবদ্ধ ছিলাম। আগামীতেও দল ও জনগণের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেব।

আমি এমপি নয়, আপনাদের ভাই ও সেবক হিসেবে কাজ করতে চাই।’

জনসমাবেশে নারী-পুরুষসহ হাজারো মানুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। অ্যাডভোকেট আল ফাতাহ খানের উপস্থিতি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নব উদ্দীপনা দেখা দেয়। এ সময় তিনি স্থানীয় জনগণের হাতে হাতে ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট তুলে দেন।

এর আগে দুপুর দেড়টার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রং বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। এক পর্যায়ে জনসমাবেশস্থল রুপ নেয় জনসমুদ্রের।

পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদারের পরিচালনায় জনসমাবেশে বক্তব্য দেন- পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর রউফ, লংগাইর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লিটন, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা: ইউসুফ, যুগ্ম আহ্বায়ক ইবনে আজহার মাহমুদ, পাগলা থানা তাঁতি দলের আহ্বায়ক মনির দপ্তরি, পাগলা থানা মৎস্যজীবীদলের আহ্বায়ক মো: সাদির বেপারী, পাগলা থানা কৃষক দলের আহ্বায়ক দ্বিন ইসলাম দিলি, জেলা দক্ষিণ যুবদলের সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সজিব, জেলা দক্ষিণ যুবদলের সদস্য উজ্জ্বল আহমেদ, মাসুদ রানা, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান, টাংগাব ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহফুজ আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় গফরগাঁও আসনে জোটের প্রার্থী না দিয়ে দলীয় ত্যাগী, কারানির্যাতিত ও পরীক্ষিত প্রার্থী অ্যাডভোকেট আল ফাতাহ খানকে দলীয় মনোনয়ন দিয়ে ধানের শীষকে বিজয়ী করার সুযোগ দেয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানান বক্তারা।