নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তাফা মনসুর আলম খান, জেলা নির্বাচন কর্মকর্তা মো: লুৎফুল কবীর সরকার বক্তৃতা দেন।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
ছবি : নয়া দিগন্ত

নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তাফা মনসুর আলম খান, জেলা নির্বাচন কর্মকর্তা মো: লুৎফুল কবীর সরকার বক্তৃতা দেন।

এ সময় বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব মসজিদকেন্দ্রিক সচেতনতার মাধ্যমে ভোটারদের বোঝানো গেলে নিঃসন্দেহে গণভোটের পক্ষে অংশগ্রহণ বাড়বে। তাই কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে গণভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান বক্তারা।

এ সময় সৈয়দপুর আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আবুল কালাম কাসেমী, নীলফামারী আলিমা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুছা, কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নূরীসহ জেলার সকল উপজেলার ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন।