সিলেটে সরকারী জায়গা উদ্ধারে সওজ’র উচ্ছেদ অভিযান

স্থানীয়দের অনুরোধের ভিত্তিতে আগামী শনিবার পর্যন্ত সময় দেয়া হয়েছে। এর মধ্যে নিজ দায়িত্বে ঘর-বাড়ি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। অন্যথায় শনিবার অবৈধ দখলে থাকা সব স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে সওজের উচ্ছেদ অভিযান
সিলেটে সওজের উচ্ছেদ অভিযান |নয়া দিগন্ত

সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় অবৈধভাবে সড়ক ও জনপথের জায়গা দখল করে নির্মিত বাসা-বাড়িতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সওজের সিলেট জেলা নির্বাহী প্রকৌশলী আমির হোসেনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে দখলে থাকা অন্তত চার-পাঁচটি বাড়ি এবং সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।

তবে স্থানীয়দের অনুরোধের ভিত্তিতে আগামী শনিবার পর্যন্ত সময় দেয়া হয়েছে। এর মধ্যে নিজ দায়িত্বে ঘর-বাড়ি সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। অন্যথায় শনিবার অবৈধ দখলে থাকা সব স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হবে।

এ ব্যাপারে সওজের সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী আমির হোসেন দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় আগে সড়ক ও জনপথের স্টাফ কোয়ার্টার ছিল। এরপর একটি পক্ষ মামলা দায়ের করে ঘরগুলো দখলে নেয়। শেষ পর্যন্ত আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। আমরা একাধিকবার তাদেরকে জায়গা ছেড়ে দেয়ার অনুরোধ জানালেও তারা সরে যাননি। তাই বাধ্য হয়ে আমরা আজ অভিযান চালাই।’

তিনি বলেন, ‘স্থানীয়দের অনুরোধের পরিপ্রেক্ষিতে ও মানবিক কারণে আমরা আরো তিন দিন সময় দিয়েছি। তাদেরকে বলেছি শনিবারের মধ্যে ঘর-বাড়ি থেকে আসবাবপত্র না সরিয়ে নিলে আমরা সম্পূর্ণ উচ্ছেদ করতে বাধ্য হব। কারণ সিলেট-তামাবিল ছয় লেনের কাজ শীঘ্রই শুরু হবে।’