সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন মাঠের প্রকৃত জিয়ার সৈনিকই পাবেন বলে আমাদের বিশ্বাস।’
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুল হাকিম বলেন, ‘ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের ইতিহাসের গৌরবোজ্জল দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতির সংকটমূহুর্তে সিপাহি ও জনতার বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। সিপাহি ও জনতার বিপ্লবের মধ্যমনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের স্থিতিশীলতার জন্য আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন মাঠের প্রকৃত জিয়ার সৈনিকই পাবেন বলে আমাদের বিশ্বাস। তাই নেতাকর্মীদের গুজবে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।’
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গণি, জালাল উদ্দীন, প্রথম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অন্য নেতাকর্মীরা।



