খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করে তা শহরের শাপলা চত্বর ও আদালত সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শনিবার (১৬ আগস্ট) সকালে জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অশোক মজুমদার, সদর উপজেলার ইউএনও সুজন চন্দ্র রায় ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসারসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া শোভাযাত্রায় শতশত সনাতন ধর্মপ্রাণ হিন্দু ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষজন অংশ নেয়।
এদিকে অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২৫১তম জন্মাষ্টমী উপলক্ষে অদুল অনিতা ট্রাস্টের সহযোগিতায় ত্রিপুরা সনাতনী গীতা সঙ্ঘ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাগড়াপুর জেবিসি কমিউনিটি সেন্টারে পূজা, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, গীতাপাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও মহাপ্রসাদ আস্বাদনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে পূজার পুরোহিত ছিলেন ত্রিপুরা সনাতনী গীতা সঙ্ঘের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, বাংলা অ্যাকাডেমির পদকপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলার মন্দিরে ও এলাকার মহল্লায় পূজা, উপবাস, রাতব্যাপী ব্রত ও কীর্তনের মাধ্যমে জন্মাষ্টমীর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়।