মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের ফালের চাকায় পিষ্ট হয়ে ২য় শ্রেণির ছাত্র সিহাব নিহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিহাব গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের কবরস্থান পাড়ার উসমান গনির ছেলে।
স্থানীয়রা জানান, মাঠে জমি চাষ করে ট্রাক্টর চালক বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন শিশু রাস্তার পাশে খেলছিলো। হঠাৎ শিশুটি ট্রাক্টরের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে গুরুতর আহত হয় শিশুটি। হাসপাতালে নেয়ার সময় মারা যায় শিশু সিহাব।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন



