নড়াইলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সদরের ভদ্রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নড়াইল-১ আসনের সর্বস্তরের বিপ্লবী ছাত্র-জনতার আয়োজনে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা কাজী কামরুল হাসান। পরে হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা এনসিপির সংগঠক নাজমুল হাসান উজ্জ্বল, জুলাইযোদ্ধা শফিকুল ইসলাম, নূর ইসলাম, মোহাম্মদ আশিক, হাসিব, এনামুল শেখসহ অনেকে।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনিরা সত্যি কি পালিয়ে গেছে? যদি পালিয়ে যেতে না পারে তাহলে দ্রুত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করবেন। আর একজন হাদিকে হত্যা করে জুলাইয়ের চেতনাকে ধ্বংস করা যাবে না। এক হাদি মারা গেলেও লক্ষ লক্ষ হাদি প্রতিটি ঘরে ঘরে প্রস্তুত রয়েছে।



