গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শহীদ ওসমান হাদির স্মরণে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদির আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করে বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কন করেন।
গ্রাফিতিগুলোতে ‘জান দেবো, জুলাই দেবো না’, ‘আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই’সহ শহীদ ওসমান হাদির বিভিন্ন বক্তব্য অঙ্কন করা হয়।
এ বিষয়ে ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, ‘ওসমান হাদী ভাই যে কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠ দিয়েছিল, সেই কণ্ঠকে দমানোর জন্য মূলত তাকে শহীদ করা হয়েছে। কিন্তু তার রেখে যাওয়া চেতনা, কাজকর্ম ও তার রেখে যাওয়া স্মৃতি আমাদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে, তা আমরা বুকে ধারণ করব। আমরা চাই হাদি আমাদের মাঝে বেঁচে থাকুক এবং কালচারাল ফ্যাসিস্ট দূর হোক, এজন্যই আজ আমাদের এই গ্রাফিতি কর্মসূচির আয়োজন।’
এছাড়াও আয়োজক শিক্ষার্থীরা আরো জানান, এই কর্মসূচির মাধ্যমে শহীদ ওসমান হাদি ভাইয়ের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে জীবন্ত রাখা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



