শহীদ ওসমান হাদির স্মরণে নিজ জেলা ঝালকাঠিতে গ্রাফিতি

‘ওসমান ভাইয়ের স্মৃতি আমাদের মাঝে সবসময় থাকবে। তিনি যে ভারতের বিপক্ষে এবং আগ্রাসনের বিরুদ্ধে সবসময় কাজ করে গেছেন, সেই স্মৃতি যেনো সবসময় আমাদের মাঝে থাকে।’

Location :

Jhalokati
শহীদ ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি অঙ্কন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা
শহীদ ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি অঙ্কন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা |নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি

ভারতীয় আধিপত্যবাদবিরোধী অকুতোভয় যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে নিজ জেলা ঝালকাঠির বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী এ কার্যক্রমের আয়োজন করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

গ্রাফিতিতে রং ও রেখায় ফুটে ওঠে শহীদ হাদির সংগ্রাম, সাহস ও আত্মত্যাগের ইতিহাস। যেখানে লেখা ছিল ‘জান দেবো জুলাই দেবোনা’, ‘আমি আমার শত্রুর সাথেও ন্যূনতম ইনসাফ করতে চাই’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ‘ওসমান হাদি ভাইয়ের রেখে যাওয়া সংগঠন ইনকিলাব মঞ্চ থেকে কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে গ্রাফিতির কাজ শুরু করেছি। সামনে আমরা আরো গ্রাফিতি করব। ওসমান ভাইয়ের স্মৃতি আমাদের মাঝে সবসময় থাকবে। তিনি যে ভারতের বিপক্ষে এবং আগ্রাসনের বিরুদ্ধে সবসময় কাজ করে গেছেন, সেই স্মৃতি যেনো সবসময় আমাদের মাঝে থাকে।’