৩ অক্টোবর (শুক্রবার) ভোর ৫টার দিকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের রায়পুরা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’ স্লোগানকে সামনে রেখে এ প্রতিযোগিতায় দেশী-বিদেশী প্রায় ৭০০ দৌড়বিদ দৌড়াবেন।
বুধবার মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন রায়পুরা ও রায়পুরা রানার্স কমিউনিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।
ভোর ৫টা থেকে উপজেলা চত্বরের রায়পুরা রেললাইন সংলগ্ন পাকা সড়কের হাসনাবাদ বাজার পর্যন্ত আন্তর্জাতিকমানের ম্যারাথনে ৪টি ক্যাটাগরীতে এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানার সভাপতিত্বে ও সঞ্চারনায় রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদারের ম্যারাথন ব্রিফ করে বলেন, ৪টি ক্যাটাগরিতে আন্তর্জাতিকমানের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু থেকে বৃদ্ধ বয়সের প্রতিযোগি ৪টি ক্যাটাগরীর ৪২কিলোমিটার,২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫০০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হবে।
শিশু থেকে বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের প্রতিযোগি অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, রায়পুরা ম্যারাথন ২০২৫ এ উপজেলায় দ্বিতীয় ম্যারাথন। এ ম্যারাথন অনুষ্ঠান বাস্তবায়ন করতে ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসনাবাদ-রায়পুরা রেললাইন সংলগ্ন পাকা রাস্তায় যানবাহন চলাচলে বন্ধ রাখা হয়েছে। ১৫জন বিদেশি দৌড়বিদের অংশগ্রহণে ব্যাপক উদ্দীপনায় অনুষ্ঠিত হবে।