পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের চার দিন পর পাঙ্গাশিয়া খাল থেকে সোহেল প্যাদা (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাঁশবুনিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সোহেল প্যাদা একই গ্রামের দেলোয়ার প্যাদার মেঝো ছেলে বলে জানা গেছে।
নিহতের স্ত্রী রুবিনা জানান, মঙ্গলবার দুপুরে আমি বাবার বাড়ি গেলে তিনি বাড়িতে একা ছিলেন। বুধবার সকালে আমি বাড়ি এসে তাকে আর খুঁজে পাইনি। তবে সোমবার রাতে মাছ চুরি করাকে কেন্দ্র করে সন্দেহজনকভাবে একই বাড়ির মামুন মাতবর আমার স্বামীকে মারধর করেন।
সোহেল প্যাদার মা ঝুমুর বেগম জানান, চার দিন ধরে ছেলে নিখোঁজ থাকার কারণে স্থানীয়রা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে খাল পাড়ে সোহেলের মাছ ধরা সামগ্রী পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খালে কচুরিপানার মধ্যে সোহেলের লাশ দেখতে পায়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেবা হবে।