দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ‘পরিবর্তনের পথে অগ্রযাত্রা’ স্লোগানে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ রেজাউল করিম মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের ইটের পুল থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রা নিয়ে ঝুমুর এলাকায় পৌঁছে রেজাউল করিম মানবিক, সমৃদ্ধ ও সম্প্রীতি আধুনিক লক্ষ্মীপুর গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
পরে শোভাযাত্রাটি লক্ষ্মীপুল আসনের পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের অলিগলি ঘুরে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশীদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।
এদিকে, একই সময় লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ তার নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেন।



