সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

নিহত আব্দুর রহমান কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিএসএফের গুলিতে নিহত আব্দুর রহমান
বিএসএফের গুলিতে নিহত আব্দুর রহমান |নয়া দিগন্ত

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রহমান (২৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। এ সময় গুলিতে আহত হয়েছেন আরো চারজন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা প্রকাশ পায়। শনিবার বেলা ৩টা পর্যন্ত নিহতের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা গেছে। এর আগে শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় আহতরা হলেন জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

বিজিবির বরাত দিয়ে শনিবার বিকেলে দৈনিক নয়া দিগন্তকে এর সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল। এছাড়া স্থানীয়ভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলার ১ নম্বর পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চোরাচালানের কাজে ভারত সীমান্তে প্রবেশ করেন আব্দুর রহমানসহ কয়েকজন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঘটনাস্থলে মারা যান আব্দুর রহমান। শনিবার বিকেল পর্যন্ত লাশ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ভারত সীমান্ত থেকে লাশ আনার প্রক্রিয়া চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় আটগ্রাম সীমান্তবর্তী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফাড়ির নায়েক সুবেদার ফারুক আহমদ দৈনিক নয়া দিগন্তকে জানিয়েছেন, নিহত আব্দুর রহমানের লাশ দু’দেশের সীমান্ত এলাকায় রয়েছে। কানাইঘাট থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ আসলে আইনিপ্রক্রিয়ার মাধ্যমে লাশ উদ্ধার করা হবে।

এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ারের সাথে কথা বলতে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।