সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় সোহেল মিয়া (৩০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কোকরবাড়ি মায়দারচালা গ্রামের আব্দুল লতিফের ছেলে বলে জানা গেছে।
সোহেলের বড় ভাই আলামিন জানান, ‘সোহেল রিয়াদে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজে নিয়োজিত বলদিয়া কোম্পানির গাড়ি চালাতেন। মঙ্গলবার সকালে সোহেল অফিসের দিকে যাচ্ছিল। পথে একটি মালবাহী ডাম্প ট্রাক সোহেলের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহেল নিহত হন।
উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জালাল মিয়া জানন, ‘সোহেল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।’