পটিয়ায় সেপটিক ট্যাংক থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার

‘ধারণা করা হচ্ছে- সেপটিক ট্যাংকের যাবতীয় কাজ শেষ করার পর সকালে ওই দুই শ্রমিক সেপটিক ট্যাংকের ভেতরে নেমে পরিষ্কার করছিল ওই সময় হয়তো গ্যাসের কারণে তারা মৃত্যুবরণ করেন।’

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
পটিয়ায় সেপটিক ট্যাংক থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার
পটিয়ায় সেপটিক ট্যাংক থেকে ২ শ্রমিকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

চট্টগ্রামের পটিয়ায় নির্মানাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া এলাকায় জানে আলমের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতরা হলেন- দক্ষিণ আশিয়া গ্রামের মরহুম মোহাম্মদ সোলায়মানের ছেলে মো: নাজু (২৭) একই এলাকার আবদুল আলিমের ছেলে মো: তারেক (১৯)।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: নুরুজ্জামান দুই শ্রমিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে- সেপটিক ট্যাংকের যাবতীয় কাজ শেষ করার পর সকালে ওই দুই শ্রমিক সেপটিক ট্যাংকের ভেতরে নেমে পরিষ্কার করছিল ওই সময় হয়তো গ্যাসের কারণে তারা মৃত্যুবরণ করেন। তবে এই বিষয়টি পুলিশ আরো খতিয়ে দেখছে, ময়নাতদন্তের জন্য লাশ দুটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’