মুন্সীগঞ্জে বাড়িতে ডাকাতি : এলাকাবাসীর হাতে আটক ১

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাত ৩টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারখোলা গ্রামের প্রেমানন্দ মণ্ডলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
আটক ইমরান বেপারী
আটক ইমরান বেপারী |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার খারখোলা গ্রামে এক বাড়িতে মুখোশধারী ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের আটকে রেখে ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করেছে। তবে চলে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে এক ডাকাত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত গভীর রাত ৩টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারখোলা গ্রামের প্রেমানন্দ মণ্ডলের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত আমাদের বাড়ির জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় বাড়ির সবাই ঘুমিয়ে ছিল। ডাকাতরা ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের নিয়ে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করতে থাকে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এসময় ইমরান বেপারী (২৪) নামে এক ডাকাতকে ধরে ফেলে স্থানীয়রা। তবে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক হওয়া ইমরান বেপারী বরগুনা সদর উপজেলার জাকিরচর গ্রামের হাশেম বেপারীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজিদখান উপজেলার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: তাজুল ইসলাম। তিনি বলেন, এলাকাবাসীর সহায়তায় একজন ডাকাতকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিম পরিবার থানায় এলে মামলা হবে।