নোয়াখালীতে জেলা জামায়াতের আমির ও সেক্রেটারির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সফিকুল ইসলাম।
শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে এ বৈধ ঘোষণা দেন রিটার্নিং অফিসার।
সূত্র জানায়, নোয়াখালী জেলা জামায়াতের আমির ও জাতীয় সংসদের নোয়াখালী-৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসহাক খন্দকার ও জেলা জামায়াতের সেক্রেটারি এবং জাতীয় সংসদের নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সফিকুল ইসলাম।



