সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জাবিপ্রবির প্রশাসনিক ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মৌসুমী আক্তারের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ এবং স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী।
প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া সদা দেশের জনগণের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন। তিনি তার কর্ম দিয়ে মহিমান্বিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া আজীবন ক্ষমতার মোহে রাজনীতি করেননি; বরং ভোটাধিকার, বাকস্বাধীনতা ও সাংবিধানিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। তিনি পরম মমতায় গণতন্ত্রকে আগলে রেখেছেন। যখনই তা বিপন্ন হয়েছে, তিনি রাজপথে নেমেছেন, কারাবরণ করেছেন, কিন্তু আপস করেননি।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় নেতৃত্ব দু’ ধরনের। একটি প্রশাসনিক, অন্যটি নৈতিক। বেগম খালেদা জিয়া প্রশাসনিক ক্ষমতার বাইরে থেকেও বহু সময় রাষ্ট্রের নৈতিক বিবেচক হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী থাকাকালীন যেমন, তেমনি ক্ষমতার বাইরে থেকেও তিনি বিরোধী রাজনীতিকে একটি প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়েছেন।’
ভিসি বলেন, ‘তিনি শিখিয়েছেন রাষ্ট্র মানে কেবল সরকার নয়, রাষ্ট্র মানে জনগণের সম্মিলিত আশা ও অধিকার। এই বোধ থেকেই তিনি সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় ব্যবস্থা ও স্বাধীন বিচার ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছেন। যা তাকে একটি সময়ের নয়; বরং একটি রাষ্ট্রীয় দর্শনের প্রতিনিধি করে তুলেছে।’
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



