গাজীপুর মহানগরের গাজীপুর-বিমানবন্দর রুটে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অসমাপ্ত বিআরটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে মহানগরের চান্দনা চৌরাস্তা ভোগড়া-বাইপাস এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন গাজীপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমির ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: হোসেন আলী।
মাওলানা মোনায়েম খানের তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও গাজীপুর-২ আসন কমিটির পরিচালক মো: আফজাল হোসাইন।
গাজীপুর মহানগরের অফিস বিভাগীয় সেক্রেটারি আবুসিনা নুরুল ইসলাম মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মো: হোসেন আলী বলেন, ‘অসমাপ্ত বিআরটি প্রকল্প এখন গাজীপুরবাসীর গলার কাঁটা। হাজার কোটি টাকার ব্যয় বাড়ানো হলেও প্রকল্পের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এলোমেলো নির্মাণ, ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা, দুর্ঘটনা আর যানজটে গাজীপুরবাসীর জীবন আজ বিপর্যস্ত। জনগণের এ দুর্ভোগ আর সহ্য করা যায় না, তাই আমরা শান্তিপূর্ণ গণমানববন্ধনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে গাজীপুরবাসীকে সাথে নিয়ে আরো বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।‘
এ সময় বক্তারা সবাই একযোগে দাবি জানান, দীর্ঘসূত্রিতা বন্ধ করে অবিলম্বে বিআরটি প্রকল্পের কাজ পূর্ণ গতিতে শুরু করতে হবে, যাতে গাজীপুরবাসী দুঃস্বপ্নের মতো দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে।
মানববন্ধনে অন্যেদের মধ্যে বক্তব্য দেন বাসন থানা ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মমিনুল ইসলাম, মেট্রো সদর থানা নায়েবে আমির জালাল উদ্দীন, শ্রমিক নেতা ও বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান ফকীর, যুবনেতা মো: আব্দুল হালিম মন্ডল, উলামা প্রতিনিধি মাওলানা শফিকুল ইসলাম, সচেতন নাগরিক ফোরাম নেতা মো: শাহিনুল ইসলাম, পেশাজীবী নেতা ড. মাহবুবুল আলম জামী, এনডিএফ নেতা ডা: আমজাদ হোসাইন খান, ব্যবসায়ী ফোরাম নেতা মুহাম্মদ গোলাম মুস্তফা, যুবনেতা সোহেল পাঠান, শ্রমিক নেতা আবু নাঈম মোল্লা, বাসন থানা আমির মাওলানা আকরামুল ইসলাম, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ফারদিন হাসান হাসিব প্রমুখ।



