দুর্গাপূজা উৎসবে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চয়তা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
দুর্গাপূজা উৎসবে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চয়তা
দুর্গাপূজা উৎসবে সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চয়তা |নয়া দিগন্ত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উৎসবকে আনন্দঘন করতে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির লংগদু উপজেলার তিনটি মন্দির এবং বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি এলাকার একটি মন্দিরের পূজা কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি’র নির্দেশনায় লংগদু জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন লিওন পূজা কমিটির নেতাদের হাতে এ অর্থ তুলে দেন।

সহায়তা গ্রহণ করে স্থানীয় পূজা কমিটির নেতারা সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রতিবছর দুর্গাপূজা এলে সেনাবাহিনী শুধু নিরাপত্তাই নয়, আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের উৎসাহিত করেন। এতে আমরা নিজেদের ধন্য মনে করি।

স্থানীয়রা আরও জানান, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তায় দুর্গাপূজা উৎসব নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।