কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে আইসিটি ডিভিশন শীর্ষক শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। আলোচনা সভায় এবং প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন দৌলতপুর কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আহাদ আলী নয়ন। অনুষ্ঠানে আরো বিচারকের দায়িত্ব পালন করেন দৌলতপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রকিবুল ইসলাম রকি ও সদস্য সচিব আকাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, তারাগুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালযয়ের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক খবর ওয়ালা প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুর রহমান সবুর মোল্লা।
এসময় দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করে কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।