ভবদহে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংস্কার আন্দোলনের সমাবেশ

সোমবার (৬ অক্টোবর) বিকেলে অভয়নগরের ভবদহ কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
সমাবেশে উপস্থিতি ও (ইনসেটে) নেতৃবৃন্দ
সমাবেশে উপস্থিতি ও (ইনসেটে) নেতৃবৃন্দ |নয়া দিগন্ত

‘যশোরের দুঃখ’ বলে পরিচিত ভবদহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে অভয়নগরের ভবদহ কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক ও যশোর-৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোক্তার আলী।

ভবদহ-আমডাঙ্গা খাল সংস্কার আন্দোলনের সভাপতি এস এম মঞ্জুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, ভবদহ সংস্কার আন্দোলনের সহ-সভাপতি অধ্যাপক মশিউর রহমান, মণিরামপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, সংস্কার আন্দোলনের সদস্য প্রশান্ত কুমার, সরদার শরীফ হোসেন, জগদীশ চন্দ্র প্রমুখ।

বক্তারা অবিলম্বে আমডাঙ্গা খাল সংস্কার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান।