ফরিদপুরের ভাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে সালিশ চলাকালীন অবস্থায় একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আলগি ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভ্যান চুরিকে কেন্দ্র করে ওই গ্রামে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন সময়ে কথা কাটাকাটির একপর্যায়ে শাজাহান খান নামে এক মাতুব্বরকে একই গ্রামের বাদশা মাতুব্বরের দলের একজন ধাক্কা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদশা মাতুব্বর ও শাজাহান খান গ্রুপের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়। এরমধ্যে বাদশা মাতুব্বর গ্রুপের জাকু মাতুব্বরকে গুরুতর অবস্থায় ভাঙ্গা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যান চুরিকে কেন্দ্র করে একটি সালিশি বৈঠক চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সেখানে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একইসাথে ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।