জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা ইসমাঈল হোসেন (৩৬)। প্রবাসের আয় দিয়ে ভালোই চলছিল তার সংসার। হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কফিন হয়ে দেশে ফিরেছে ইসমাঈলের লাশ। এরপর বাদ জোহর জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
নিহত ইসমাঈল মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পালগ্রাম এলাকার দরবেশ আলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা মরহুম মাওলানা অলী আহমদের ছেলে এবং মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের বড় ভাই।
নিহতের ভাই ইউসুফ জানান, আমার ভাই মোহাম্মদ ইসমাঈল দীর্ঘদিন ধরে কাতারে রয়েছেন। গত শুক্রবার (২ জানুয়ারি) রাতে কাতারে কর্মরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুই দিন তার মোবাইলফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে মালিকের সাথে যোগাযোগ করলে অসুস্থতা এবং মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মিরসরাই সমিতি কাতারের নেতাকর্মীদের সহযোগিতায় আজ ভাইয়ের লাশ বাড়িতে এসে পৌঁছায়। বাদ জোহর জানাজা শেষে দাফন করা হবে। উনার তিনি সন্তান রয়েছে।
এর আগে, মিরসরাই সমিতি কাতারের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি জানান, সমিতির উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) মরহুমের প্রথম জানাজা কাতারের মিসামিরে জাতীয় কবরস্থান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রাত ২টায় ইসমাঈল ভাইয়ের কফিন বিমানে তুলে দেয়া হয়েছে। আশা করছি, বৃহস্পতিবার দুপুরের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কফিন পৌঁছাবে।



