বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২০ নভেম্বর) গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা বিএনপি স্থানীয় আউচপাড়ায় এক দোয়া মাহফিলের আয়োজন করে। এতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় প্রভাষক বসির উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে জয় নয়, জনগণের পাশে দাঁড়ানো। জনগণকেই ন্যায়ের ঠিকানা করতে হবে, যাতে ভোটাধিকার ও গণতন্ত্র সবসময় সুরক্ষিত থাকে। একসাথে কাজ করলে আমরা সমাজে স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারব।’
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দোয়া মাহফিলে অংশ নেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নুর, গাসিকের বর্তমান স্থগিত পরিষদের কাউন্সিলর আবুল হাসেম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমি, শিরিন আক্তার, যুবদল নেতা ইঞ্জিনিয়ার মনির হোসেন, শামীম বেপারী, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারি প্রমুখ।



