সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে পারিবারিক কলেহের জেরে স্বামী রেজাউল করিম (৩৫) বটি দিয়ে কুপিয়ে স্ত্রী সাহিদা বেগমকে (২৩) হত্যা করেছেন। ঘটনার পরপরই স্থানীয়রা রেজাউল করিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
শনিবার (৪ অক্টোবর) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পল্লী অঞ্চল ঢাকা-দক্ষিণ ইউপির ইসলামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল থেকে নিহত সাহিদা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, প্রায় সাত মাস আগে উপজেলার ঢাকা-দক্ষিণ ইউপির ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রেজাউল করিমের সাথে সাহিদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার সকাল ৮টার দিকে স্বামী রেজাউল করিমের সাথে স্ত্রী সাহিদা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এতে স্বামী রেজাউল করিম উত্তেজিত হয়ে ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দেন। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুঠিয়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সাহিদা। পরে স্থানীয়রা তাৎক্ষণিক স্বামী রেজাউল করিমকে আটক করে গোলাপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রেজাউল করিম উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পারিবারিক কলেহের জেরে গোলাপগঞ্জে স্বামীর বটির কোপে স্ত্রী সাহিদা বেগমের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা।