চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার উদ্দিন রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৬) নামের দুই যুবক নিহত হয়েছেন।
আজ রোববার ভোরে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির মো: ইউসুপের ছেলে এবং আবিদুল হাসান একই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, রাহাত ও আবিদুল সম্পর্কে চাচা-ভাতিজা। শনিবার রাতে আবিদুল হঠাৎ অসুস্থ বোধ করলে রাহাত তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। ভোরে চমেক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রাহাত ঘটনাস্থলে এবং আবিদুল চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় গুরুতর আহত আরেক যাত্রী রাশেদ চৌধুরীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র : বাসস



