এক যুগ পর নিবন্ধন ফিরে পাওয়ায় শোকরানা ও দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। রোববার (১ জুন) দুপুরে নগরীর দেওয়ানবাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী ও মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় শোকরানা মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান ও নগর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন। এতে মোনাজাত পরিচালনা করেন নগর আমির শাহজাহান চৌধুরী।
সভাপতির বক্তব্যে নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর স্বার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলেই আওয়ামী বাকশালী, ফ্যাসিবাদি, ইসলাম বিরোধী শক্তি তা বরদাস্ত করতে পারেনি বলে নিবন্ধন বাতিল করেছিল। আজ সর্বোচ্চ আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। তাই জামায়াত আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছে। উল্লাস নয়, আল্লাহর নিকট ধরনা দেয়া জামায়াতের নীতি।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী প্রমুখ।