বড়াইগ্রামের গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব

‘অসাধারণ ভূমিকার মাধ্যমে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাতিঘরে পরিণত হয়েছে।’

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালন
গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালন |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পালিত হয়েছে।

রোববার (৮ জুন) এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোতাকাব্বীর আহমেদ রাজু, মৎস্য অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সাহেদ আলী এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আখতার ও শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোক্তাদির আহমেদ রাসেল।

স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গ্রামীণ জনপদে একটি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষে উপনীত হওয়া অনেক গৌরবের। শত বছর ধরে বিদ্যালয়টিতে হাজারো শিক্ষার্থীর পড়াশুনায় হাতেখড়ি হয়েছে। অসাধারণ ভূমিকার মাধ্যমে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাতিঘরে পরিণত হয়েছে। আর শিক্ষার্থীরা আলোর মশাল হয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’

সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। এরপর সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং বর্তমান শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের তিনজন শিক্ষককে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়।

বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র এবং পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান উপলক্ষে সুদৃশ্য স্যুভেনীড় প্রকাশিত হয়।