কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা মো: বজলুর রহমান খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে জুবায়ের হোসেন (১৯)-এর বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বজলুর রহমান পশ্চিম মণ্ডলভোগ গ্রামের মরহুম সাহেব আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে বাবার কাছে ছেলের কাছে টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ছেলে জুবায়ের তার বাবাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামবাসী আশা করছেন, দ্রুত গ্রেফতার ও বিচারকার্য সম্পন্ন হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা পলাতক অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি। মামলার পর আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।



