দোয়ারাবাজারে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জুলহাস মিয়া (৩৫) নিহত হয়েছেন; আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
জুলহাস মিয়া (৩৫)
জুলহাস মিয়া (৩৫) |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জুলহাস মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বোগলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জুলহাস মিয়া একই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বোগলাবাজার এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা জুলহাস মিয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খাঁন তার মৃত্যুর কথা নিশ্চিত করেন।