ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ট্রাক উল্টে যায়। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গেলেও সড়ক থেকে বালুগুলো না সরানোর কারণে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। এসময় ট্রাকে থাকা সব বালু রাস্তায় পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা-কবলিত ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে গেলেও বালুগুলো এখনো পড়ে রয়েছে।
দুর্গাপুর এলাকার বাসিন্দা শাহনেওয়াজ বলেন, ‘অনেকটা মৃত্যু ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ঘটনার পর থেকে হাইওয়ে পুলিশ বিভিন্ন গাড়িতে অভিযান চালাচ্ছে, কিন্তু বালুগুলো সরাচ্ছে না।‘
উত্তরা পরিবহনের চালক জসীম উদ্দিন বলেন, ‘ঢাকামুখী লেনে ঠাকুরদিঘী এলাকায় সড়কের মাঝে বালুর স্তূপ হয়ে আছে। চালকরা পাশ দিয়ে কষ্ট করে গাড়ি চালাচ্ছে। বালুগুলো তাড়াতাড়ি না সরালে দুর্ঘটনা ঘটতে পারে।‘
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বালুর মালিককে খবর দেয়া হয়েছে। তারা এসে বালুগুলো নিয়ে যাবে।



