কামরুজ্জামান, চরফ্যাশন ভোলা
চরফ্যাশনের সাগরসংলগ্ন এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে একটি দুর্লভ সামুদ্রিক মাছ।
শুক্রবার চরফ্যাশনের সামরাজ এলাকার জেলেদের জালে ধরা পরলে জেলেরা স্থানীয় কাশেমগঞ্জ বাজারে বিক্রি করতে আনে এ মাছটি। বাজারে মাছটি দেখে উৎসুক জনতার ভিড় লেগে যায়।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বলেন মাছটির বৈজ্ঞানিক নাম হলো
পেইনটেড স্পেইনি লবস্টার বা পানুলিরাস ভারসিকালার। এটি একটি রঙিন ও চিত্তাকর্ষক প্রজাতির লবস্টার, যার উপস্থিতি বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্যে নতুন মাত্রা যোগ করেছে।
জানা যায়, এই প্রজাতির লবস্টার সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অগভীর প্রবাল প্রাচীর বা রিফ অঞ্চলে বাস করে। এটি ভারত ও প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে, বিশেষত লোহিত সাগর, আরব সাগর, দক্ষিণ জাপান থেকে উত্তর অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত এলাকায় দেখা যায়।
পানুলিরাস ভারসিকালার-এর গায়ে থাকে গাঢ় সবুজ পটভূমির ওপর সাদা-কালো জটিল নকশা। এর পেটের দিকে উজ্জ্বল সাদা রঙের ফিতা থাকে, যার কিনারায় থাকে কালো রেখা। এর দীর্ঘ সাদা অ্যান্টেনা বা শুঁড় খুব সহজেই নজরে পড়ে।
এটি মূলত নিশাচর ও একাকী জীবনযাপন করে। দিনের বেলা এটি প্রবাল পাথরের ফাঁক বা খাদে লুকিয়ে থাকে। শুধুমাত্র এর সাদা অ্যান্টেনা বাইরে দেখা যায়।
এই লবস্টার খুব সহজে ফাঁদে পড়ে না, তবে এর মাংস অত্যন্ত সুস্বাদু ও মূল্যবান হওয়ায় এটি বাজারে চড়া দামে বিক্রি হয়। সেইসাথে, এর চমৎকার রঙিন অবয়ব একে অ্যাকুয়ারিয়ামের জন্যও জনপ্রিয় করে তুলেছে।
চরফ্যাশনের উপকূলে এর এমন আবিষ্কার সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জীববিজ্ঞানীরা। এটি ভবিষ্যতে ইকো-ট্যুরিজম ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখতে পারে।